শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। দিবসটি উপলক্ষে রোববার রাজধানীর নিউ বেইলি রোডের গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর ৭৫ টি মাদরাসার প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার জেবুন্নেসা এবং কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক আবু নঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক আবুল বাসার।
অনুষ্ঠানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সব কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকা মহানগরীর ৭৫টি মাদরাসার প্রধান, একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী করে তিনশর বেশি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।