দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদ। একইসঙ্গে শিক্ষানুরাগী কোনো ভালো মানুষকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরর মন্ত্রীর দায়িত্ব দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
সংগঠনের অন্যান্য সদস্যদের পক্ষে মঙ্গলবার দৈনিক আমাদের বার্তা ও দৈনিক শিক্ষাডটকমের মাধ্যমে সরকার প্রধানকে অভিনন্দন জানিয়ে এ আহ্বান জানান সভাপতি ও প্রবীণ শিক্ষক নেতা মো. সিদ্দিকুর রহমান।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করায় বঙ্গবন্ধু কন্যাকে নিরন্তন শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একইসঙ্গে এবার একজন শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ভালো মানুষকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে দেশের সব শিক্ষক-শিক্ষার্থী ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। প্রাথমিক শিক্ষা দেশের ভবিষ্যতের ভিত। এ শিক্ষা যে মন্ত্রণালয়ে পরিচালনা করে সেই মন্ত্রণালয়ের দায়িত্বে একইসঙ্গে একজন শিক্ষানুরাগী শিক্ষাবিদ ও ভালো মানুষ প্রয়োজন।
তিনি আরো বলেন, সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিজেই যদি শিক্ষা না বোঝেন তখন খুব অসুবিধা হয়ে যায়। আবার তিনি ভালো মানুষ না হলে শিক্ষকদের কর্মজীবনে নানা প্রতিকুলতার সৃষ্টি হয়, যার ভুক্তভোগী হয় দেশের ভবিষ্যৎ শিশু শিক্ষার্থীরা।
জানা গেছে, গত মেয়াদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী না থাকলেও প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কুড়িগ্রাম-৪ আসনের দুইবার সংসদ সদস্য মো. জাকির হোসেন। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। তাই এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে প্রাথমিকে শিক্ষক-কর্মকর্তাদের মনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।