শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুল-কলেজসহ কর্মচারী পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই তথ্য উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দুই কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।
রোববার (সেপ্টেম্বর) মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে ৩য় ও ৪র্থ শ্রেণির পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের পূর্ণাঙ্গ তথ্য ছক অনুযায়ী আগামী দুই কর্মদিবসের মধ্যে [email protected]এ ইমেইল ঠিকানায় পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্ধারিত ছকে প্রার্থীর নাম, নিয়োগপ্রাপ্ত পদ ও শ্রেণি, পিতার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা, যার মুক্তিযোদ্ধা সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন (পিতা/মাতা/পিতামহ/মাতামহ) তার নাম ও ঠিকানা, মুক্তিযোদ্ধার নাম, পিতা/মাতা/পিতামহ/মাতামহের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট নম্বর, নিয়োগপ্রাপ্ত হওয়ার তারিখ (যদি থাকে)ইত্যাদি তথ্য দিতে হবে।