ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে রাজধানীতে পরিবহনের উপস্থিতি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানজট। এতে নগরবাসী ভোগান্তিতে পড়েছেন। যদিও ঈদের পর থেকে শনিবার পর্যন্ত সড়কে পরিবহনের উপস্থিতি কম ছিল।
রোববার (৯ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা যায়।
রাজধানীতে সকাল থেকেই যানবাহন বেড়ে যাওয়ায় সড়কে সৃষ্টি হয় যানজট। জ্যামে পড়ে সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। এতে গন্তব্যে পৌঁছাতে দেরি হয় যাত্রীদের।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদ বলেন, ঈদের পরে স্কুল-কলেজ খোলায় সড়কে গাড়ির চাপ অন্যদিনের তুলনায় কিছুটা বেশি। একই সঙ্গে অফিসগামী মানুষের চাপও রয়েছে। তবে, আমাদের প্রস্তুতি আগে থেকেই ছিল। যেন তীব্র যানজট না হয় আমরা সেজন্য কাজ করছি।
এদিকে, ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নির্দেশনাগুলো হলো-
১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকরা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীদের অবহিত করতে হবে।
উল্লেখ্য, চলতি জুলাই মাসে ঢাকাসহ প্রায় সারা দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। কিন্তু প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ১১৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৫৪৯ জন। মারা গেছেন ৬৭ জন।