জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজের স্নাতক থেকে স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করা আর্থিক অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত লিংকে আপলোড করতে বলা হয়েছে। ১৯ ডিসেম্বরের মধ্যে (http://collegeportal.nu.ac.bd/) গিয়ে কলেজ লগইন করে শিক্ষাবৃত্তি তথ্যছক লিংকে এ ক্লিক করে তালিকা দিতে হবে। বিষয়টি জানিয়ে সব কলেজ অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, স্নাতক পাস, স্নাতক সম্মান, স্নাতক সম্মান প্রফেশনাল ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সব শিক্ষার্থী, স্নাতক পাস, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা নীতিমালা অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে বর্ণিত লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
মনে রাখতে হবে, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী কোটায় শিক্ষাবৃত্তি প্রাপ্তির জন্য আগের বর্ষের ফলের ভিত্তিতে স্নাতক পাস ২য় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক পাস, ৩য় বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষ, মাস্টার্স স্নাতক সম্মান ২য় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক সম্মান ৩য় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক সম্মান ৪র্থ বর্ষ ২০১৯-২০ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স প্রিলি ও অনার্সের ফলাফলের ভিত্তিতে স্নাতকোত্তর ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবে।
তালিকা পাঠানোর নিয়ামাবলী ও শিক্ষাবৃত্তি তথ্য ছক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd) থেকে ডাউনলোড করা যাবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।