বাসের ধাক্কায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় ঘাতক চালক ও তার সহকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। তাদেরকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ রয়েছে।
সোমবার সকালে ঘাতক বাস চালক ও সহকারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
গ্রেফতারকৃতরা হলেন, চালক মো. লিটন (৩৮) ও তার সহকারী মো. আবুল খায়ের (২২)। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।
গতকাল রোববার রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। রোববারই এ ঘটনায় বাদী হয়ে সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।
উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেয়া ভিক্টর পরিবহনের চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় নাদিয়া। এই ঘটনায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। এছাড়া সোমবার দুপুরে চার দফা দাবিতে বিক্ষোভ করে তারা।