শিক্ষার্থীদের চাপে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ জাবি প্রশাসনের - দৈনিকশিক্ষা

শিক্ষার্থীদের চাপে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ জাবি প্রশাসনের

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে বহিরাগত স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) ধর্ষণের ঘটনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করাসহ অন্যান্য দাবি জানান বিক্ষোভকারীরা। এরই প্রেক্ষিতে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্টার আবু হাসান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে বলা হয়, ‘গত ০৩ ফেব্রুয়ারি জনৈক মহিলার স্বামীকে মামুন নামে এক ব্যক্তি জাবি ক্যাম্পাসে ঘুরতে নিয়ে আসেন। মামুন ঐ মহিলার স্বামীকে জানায় যে, তিনি কয়েকদিন মীর মশাররফ হোসেন হলে এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫-তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মোস্তাফিজুর রহমানের কাছে থাকবেন তাই তাদের বাসায় থাকা মামুনের জামা-কাপড় আনা প্রয়োজন। মামুনের কথায় মহিলার স্বামী মাহিলাকে ফোন করে মামুনের জামা-কাপড় নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসতে বলেন। এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫-তম ব্যাচের শিক্ষার্থী মো: মোস্তাফিজুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৪- তম ব্যাচের শিক্ষার্থী মো: মুরাদ হোসেন ঐ মহিলার স্বামীকে মীর মশাররফ হোসেন হলের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখে।’  

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মহিলা তার স্বামীর কথামতো মামুনের জামা-কাপড়ের ব্যাগ নিয়ে মীর মশাররফ হোসেন হলের সামনে আসলে মামুন তার কাছ থেকে জামা-কাপড়ের ব্যাগ নিয়ে হলের কক্ষে রেখে আসে। মহিলার স্বামী হলের অন্য ফটক (জঙ্গলের দিকে) দিয়ে আসবেন বলে ঐ মহিলাকে জানিয়ে সেদিকে যেতে বলেন। পরে মোঃ মোস্তাফিজুর রহমান এবং মামুন মিলে জোরপূর্বক ঐ মহিলাকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের পেছনের অংশে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ঐ দম্পতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে আশুলিয়া থানায় মামলা (আশুলিয়া থানার মামলা নম্বর: ১০/৮২) দায়ের করে। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন ও নিরাপত্তা শাখার লোকজন পুলিশসহ মীর মশাররফ হোসেন হলে উপস্থিত হয়ে অপরাধীদের আটক করতে গেলে এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৪-তম ব্যাচের শিক্ষার্থী শাহ পরান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬-তম ব্যাচের শিক্ষার্থী এ এস এম মোস্তফা মনোয়ার সিদ্দিকি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭-তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন সাগর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫- তম ব্যাচের শিক্ষার্থী হাসানুজ্জামান অভিযুক্তদের পলায়নে সহায়তা করে। এ সময় অভিযুক্তদের পলায়নে সহযোগিতাকারীদের হল কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করা হয়।'

তবে ধর্ষণের ঘটনার অন্যতম অভিযুক্ত বহিরাগত মামুন এই মামলার অভিযোগের আওতাভুক্ত কি না তা জানতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও আইন‌ কর্মকর্তা মাহতাব-উজ-জাহিদকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

প্রসঙ্গত, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে  ৯ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ আবাসিক হলের ৩১৭ নং কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে কৌশলে মীর মশাররফ হোসেন হলের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন আসামি মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশীদ মামুন। 

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030879974365234