দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : মাধ্যমিকে পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ। একইসঙ্গে নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফে যে সহযোগিতা করেছে তা আগামীতেও অব্যাহত রাখবে ও শিক্ষকদের প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে বলে জানানো হয়।
বুধবার বিকেলে সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরির সঙ্গে ইউনিসেফের বাংলাদেশে প্রতিনিধি শেলডন ইয়েট সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে এসব তথ্য জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের চিফ অফ এডুকেশন ডিপা সংকর, বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ-এর এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন প্রমুখ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।