শিক্ষার্থীদের না জানিয়েই আলিমে ভর্তির আবেদন করলো মাদরাসা - দৈনিকশিক্ষা

শিক্ষার্থীদের না জানিয়েই আলিমে ভর্তির আবেদন করলো মাদরাসা

নরসিংদী প্রতিনিধি |

এমপিওভুক্ত একটি মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দাখিল পরীক্ষায় কৃতকার্য সব শিক্ষার্থীকে আলিম শ্রেণিতে ভর্তির আবেদন করার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে গিয়ে ব্যর্থ হলে বিষয়টি জানাজানি হয়। প্রতিবছরই মাদরাসাটিতে দাখিল পাস শিক্ষার্থীদের এভাবে জোর করে আলিমে ভর্তি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসায়। মো. আলী আকবর নামের এক ব্যক্তি ১৯৮৫ খ্রিষ্টাব্দে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।

ক্ষুব্ধ দুই শিক্ষার্থীর অভিযোগ, চলতি বছর মাদরাসাটি থেকে দাখিল পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৬ জন কৃতকার্য হয়। এর অধিকাংশই মাদরাসাটির আলিম শ্রেণিতে ভর্তি না হয়ে কলেজে উচ্চমাধ্যমিকে পড়ার স্বপ্ন দেখছিল। গত বৃহস্পতিবার সকালে তারা দুজন নরসিংদী সরকারি কলেজসংলগ্ন একটি দোকানে অনলাইনে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির আবেদন করতে যায়। ওই সময় সব তথ্য পূরণ করে আবেদন করার পরও তা সাবমিট (জমা) হচ্ছিল না। প্রতিবারই কম্পিউটারের পর্দায় ‘অলরেডি সাবমিশন কমপ্লিট’ (ইতিমধ্যে আবেদন করা হয়েছে) লেখা আসছিল।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা বলে, ঘটনাটি ওই মাদরাসার একজন শিক্ষককে জানানো হলে তিনি নিশ্চিত করেন, মাদরাসা কর্তৃপক্ষের উদ্যোগে এ বছর কৃতকার্য ২৬ জনেরই আবেদন করে ফেলা হয়েছে। এ কারণেই তারা আর আবেদন করতে পারছে না। মাদরাসা কর্তৃপক্ষ যে তাদের সবার ভর্তি আবেদন করে ফেলেছে, বিষয়টি একজন শিক্ষার্থীকেও জানানো হয়নি। উল্টো মাদরাসার পক্ষ থেকে বলা হয়েছে, তারা যে অন্য কোথাও ভর্তির আবেদন করবে, তা আগে কেন জানানো হয়নি। প্রতিবছরই দাখিল পরীক্ষায় কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সঙ্গে এমনটা করে আসছে ওই মাদরাসা কর্তৃপক্ষ।

অভিযোগের বিষয়ে মাদরাসাটির অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার আগেই শিক্ষার্থীরা নিশ্চিত করেছিল, কৃতকার্য হলে তারা এই মাদরাসাতেই আলিম শ্রেণিতে পড়বে। এ কারণেই গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হওয়ার পরই তাদের সবার আবেদন করে দিয়েছেন। এরপরও যদি দু-একজন অন্য কোথাও ভর্তি হতে চায়, তাহলে তাদের আবেদন নিশ্চায়ন করবেন না। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম জানান, অনলাইনে ভর্তির আবেদনটি শিক্ষার্থীদের নিজেদের করার কথা। মাদরাসা কর্তৃপক্ষ যদি এমন কাজ করে থাকে, এটি অবশ্যই অন্যায়। যদি শিক্ষার্থীরা নিজেরাই সেখানে পড়তে চায়, তাহলে ভিন্ন বিষয়। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রায়পুরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসগর হোসেন জানান, ‘কৃতকার্য শিক্ষার্থীরা কোথায় ভর্তির আবেদন করবে, তা নিয়ে নাক গলানোর কোনো সুযোগই মাদরাসা কর্তৃপক্ষের নেই। যদি এই ঘটনা সত্য হয়ে থাকে, তবে ওই মাদরাসার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে কথা বলে তাদের কীভাবে সহযোগিতা করা যায়, সেটিও দেখা হবে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর: গণশিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিক বিদ্যালয় হবে শুদ্ধাচার চর্চার আঁতুড়ঘর: গণশিক্ষা প্রতিমন্ত্রী মিরপুরে কমার্স কলেজের ছাত্রকে কুপিয়ে হ*ত্যা - dainik shiksha মিরপুরে কমার্স কলেজের ছাত্রকে কুপিয়ে হ*ত্যা কোটাবিরোধীদের সারাদেশে ‘বাংলা ব্লকেড’ আজ - dainik shiksha কোটাবিরোধীদের সারাদেশে ‘বাংলা ব্লকেড’ আজ এমপিওভুক্ত শিক্ষকের ওভারটাইম! - dainik shiksha এমপিওভুক্ত শিক্ষকের ওভারটাইম! ছড়িয়ে পড়তে পারে কোটাবিরোধী আন্দোলন, সতর্ক পুলিশ - dainik shiksha ছড়িয়ে পড়তে পারে কোটাবিরোধী আন্দোলন, সতর্ক পুলিশ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে please click here to view dainikshiksha website Execution time: 0.0031940937042236