শিক্ষার্থীদের ওয়াইফাই ও মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ আশ্বাস দেন তিনি।
সভায় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী এবং সেগুলো যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।
এ সময় শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাসের বেশ কয়েকটি হলে বিশেষত মেয়েদের হলে মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। অনেক সময় তাদের জন্য মোবাইল ফোনের মাধ্যমে সঠিকভাবে কল করা বা ইন্টারনেট ব্রাউজিং করাও কঠিন হয়ে পড়ে।
এ ছাড়া সপ্তাহের শেষের দিকে শুক্রবার ও শনিবারে ওয়াইফাই সংযোগ কার্যত অকার্যকর অবস্থায় থাকে। একইসঙ্গে বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় ধরে ওয়াইফাই নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হন।
এ সময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রুস্তম আলী জানান, নতুন দায়িত্ব নেয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সেবার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি। বেশ কিছু হলে আধুনিক ওয়াইফাই সিস্টেম সংযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের স্পিড কমে যাওয়ার সমস্যা নিয়েও আমরা কাজ করবো। অতিসত্বর আমরা সব সমস্যার সমাধান করার চেষ্টা করবো।
তিনি আরো বলেন, তবে হলগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীরা যদি সবাই আলাদা আলাদা করে কল না করে, একজন প্রতিনিধির সাহায্যে বিষয়টি অবগত করে তাহলে দ্রুত সমাধান করা সম্ভব। পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।