পিরোজপুরের কাউখালী উপজেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইদ্রীস আলী আযিযী, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া।
কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিরা অংশগ্রহণ করেন।