দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক সৈয়দ জাফর আলী। তাকে অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে পদায়ন দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
একই আদেশে অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইনকে ওএসডি করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে সংযুক্ত করা হয়েছে। ২০১৯ খ্রিষ্টাব্দের ৪ ডিসেম্বর তাকে চাঁদপুর সরকারি কলেজ থেকে হঠাৎ মাধ্যমিক শাখার পরিচালক করা হয়েছিলো। তার বিরুদ্ধে দপ্তর পরিচালনায় চরম অদক্ষতা ও ছাত্রজীবনে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার খবর শিক্ষাখাতের অনেকেরই মুখে মুখে। তার বিরুদ্ধে সাধারণ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যহার করার অভিযোগও তুলছেন শিক্ষক নেতারা।
উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের ২৯ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ জাফর আলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৯৮ খ্রিষ্টাব্দে ১৭শ বিসিএস-এ শিক্ষা ক্যাডারে যোগদান করেন। ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে তিনি স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ-এর প্রতিষ্ঠাতা সদস্য-সচিব পদে রয়েছেন। এর আগে তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক, শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এবং পাঠ্যপুস্তক বোর্ডের উপসচিব পদে ছিলেন। তিনি লিয়েনে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ পদেও ছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।