ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সঙ্গে উত্তর বাশবুনিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুম মিয়ার এ বাকবিতণ্ডা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার সভাকক্ষে এ ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক শাহারুম মিয়া অভিযোগ করেন, ‘শিক্ষা কর্মকর্তা আমার ৫ মাসের বেতন বন্ধ করে দিয়েছেন। ছেলে-মেয়ে নিয়ে আমি দুবেলা খেতে পারছি না। চিকিৎসা করাতে পারছি না। শিক্ষা কর্মকর্তাকে ফোন দিলে তিনি আমার ফোন রিসিভ করেন না। বিল ছাড়ার কথা বলে আমার কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। অথচ কাজ করেননি, টাকাও ফেরত দিচ্ছেন না।’
তবে সব অভিযোগ অস্বীকার করেন শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি দাবি করেন, তিনি শাহারুম মিয়াকে চেনেন না, কখনো কোনো মিটিংয়ে দেখেননি। তিনি কোনো মিটিংয়ে আসেন না। কি কারণে ওই শিক্ষক এমন করেছেন সে বিষয়ে তিনি অবগত নন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।