বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির সভা বসছে আগামী ১৮ সেপ্টেম্বর। প্রায় দুই হাজার সহযোগী অধ্যাপকের তালিকা প্রস্তুত করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তারা ১৬ থেকে ২২ তম বিসিএস ব্যাচের।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে, একুশ এবং ২২ তম ব্যাচের পদোন্নতির বিষয়টা অনেকাংশে নির্ভর করবে জনপ্রশাসন ও অর্থমন্ত্রণালয়ের সদস্যদের ওপর। তারা বিভাগীয় পদোন্নতি কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে শিক্ষা ক্যাডারে পদোন্নতির বিষয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের একটু নেতিবাচক অবস্থান থাকে। এর ফলে অনেকের পদোন্নতি ঝুলে যায়। সংখ্যা কমে যায়। শূন্য পদের বাইরে পদোন্নতি দিতে চান না। সেই হিসেবে তিনশ এর কিছু বেশি পদে পদোন্নতি হওয়ার সম্ভাবনা।
১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডিপিসির সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।