শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিষ্ঠানের জরিপের তথ্য না দেয়া ৬৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ব্যানবেইসের ওয়েবসাইটে লগইন করে প্রতিষ্ঠানগুলো তথ্য দিতে হবে। প্রতিষ্ঠানগুলোর তথ্য প্রদান শিক্ষক করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে চিঠি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
জানা গেছে, গত ৫ নভেম্বর এ জরিপে শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছেন। প্রাথমিকোত্তর স্তরের ইআইআইএসভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ জরিপে অংশ নেয়া বাধ্যতামূলক ছিলো। এর আলোকে বাংলাদেশ এডুকেশন স্ট্যাটেসটিক প্রতিবেদন ও এসডিজি-৪ বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, দেশের ৩৫ হাজার ৭৯৬টি প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৫ হাজার ১১২টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপে অংশ নিয়ে তথ্য দিয়েছে। কিন্তু ৬৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান এখনো তথ্য দেয়নি। যা মোটেও কাম্য নয় বলে মন্তব্য করেছে অধিদপ্তর।
জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠির সঙ্গে প্রতিষ্ঠানগুলো একটি তালিক পাঠিয়ে তাদের তথ্য দ্রুত ব্যানবেইসের সার্ভারে (www.banbeis.gov.bd) লগইন করে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তথ্য না দেয়া প্রতিষ্ঠানগুলো তালিকা ও অধিদপ্তরের পাঠানো চিঠি তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।