শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয়ের নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নীতিমালা সংশোধনে আগামীকাল সোমবার বিকেলে অধিদপ্তরে এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা টাকার আয়-ব্যয়ের নীতিমালা সংশোধন সংক্রান্ত সভা সোমবার বিকেল তিনটায় অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
জানা গেছে, ২০১৭ খ্রিষ্টাব্দের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আয়-ব্যয় সংক্রান্ত নীতিমালা জারি করেছিলো শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের নীতিমালা করার বিষয়ে চলতি বছর সভা অনুষ্ঠিত হলেও এখনো নীতিমালা প্রকাশ করা হয়নি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।