শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভার মতামত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণি কার্যক্রম বন্ধ।
একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। তবে চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করেছে এই মন্ত্রণালয়।
আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান কবে নাগাদ খোলা হবে, তা নিয়ে এখনো কোনো তথ্য জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনা হয়।
সেখানে অধিকাংশ কর্মকর্তা স্কুল খোলার মতো পরিবেশ নেই বলে মত দেন। সভা সূত্রে জানা গেছে, বিশেষ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এখন স্কুল খোলার আগে মন্ত্রিসভার মতামত নেবে
মন্ত্রণালয়।