দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও বিভিন্ন কর্মচারী নিয়োগের নির্দেশিকা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধান ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতা আনতে এ নির্দেশিকা বা নির্দেশমালা জারি করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান, কর্মচারী নিয়োগ প্রক্রিয়া, কমিটি, পরীক্ষা, মানবণ্টন, সিলেবাস কি হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। রোববার রাতে এ নির্দেশিকাটি প্রকাশ পায়।
জানা গেছে, নতুন মন্ত্রী শপথ নেয়ার একদিন আগে ১০ জানুয়ারি তারিখে এ নির্দেশমালা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
তবে শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, রোববার ব্যাকডেটে নির্দেশিকাটি জারি করা হয়েছে।
নতুন নির্দেশিকায় নিয়োগ কমিটিকে শক্তিশালী করা হয়েছে বলে জানা গেছে।
নিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য নির্দেশিকাটি তুলে ধরা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।