বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের একদিনের বেতনের টাকা দেবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সব এলাকার বন্যাপিড়ীত মানুষদেরকে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ টাকা সংগ্রহ করে দপ্তর-সংস্থাভিত্তিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন শাখায় পাঠানোর জন্য বলা হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।