দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বেগম রুমানা আলী। দ্বাদশ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই দেখিয়েছেন বাজিমাত। গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি।
যদিও এর আগে একাদশ জাতীয় সংসদে ১৪ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে ছিলেন তিনি। এবারই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে প্রথম সংসদে যাচ্ছেন এই কলেজ শিক্ষিকা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি।
প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তিনি। ৩৬ সদস্যের মন্ত্রিসভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন রুমানা। রুমানা আলী পেশায় একজন কলেজ শিক্ষক। রাজধানী ঢাকার নিউমডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা তিনি।
পেশায় শিক্ষক হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। সাবেক মন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহমত আলীর কন্যা রুমানা। অ্যাডভোকেট মো. রহমত আলী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যও ছিলেন।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।