১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা। এ সপ্তাহেই (৪ থেকে ৯ নভেম্বর) এ বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জানতে চাইলে এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বিকেলে নাম প্রকাশ না করার শর্তে দৈনিক আমাদের বার্তাকে বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ হচ্ছে। ৪ থেকে ৯ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিয়েছিলো এনটিআরসিএ। তবে বিষয়ভিত্তিক শিক্ষক নিবন্ধন না করে পদের ভিত্তিতে প্রার্থীদের নিবন্ধিত করার সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। পদের বিপরীতে নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম গুছিয়ে এনেছে এনটিআরসিএ।
জানতে চাইলে এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার উপপরিচালক অধ্যাপক দীনা পারভীন দৈনিক আমাদের বার্তাকে বলেন, নিবন্ধন বিজ্ঞপ্তির কাজ আমরা মোটামুটি গুছিয়ে এনেছি। শিগগিরই তা প্রকাশিত হবে বলে আশা করছি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।