পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রাসুল হজরত মুহাম্মদ (স.) এর জীবনী নিয়ে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী তাসফিয়া সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আহবায়ক ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসাইন সাইদীন। এরপর নাত-এ-রাসুল পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী সোহানী খাতুন।
অনুষ্ঠানে রাসূল (স.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন- অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ বটু গোপাল দাস, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. হোসাইন সাইদীন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম মল্লিক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. শেখ শামীম ইসলাম, শরীর চর্চা শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।
ছাত্র-ছাত্রীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন একাদশ শ্রেণির ছাত্র তানজীদুল ইসলাম (তুবা), একাদশ শ্রেণির ছাত্রী তানিসা আক্তার।
দোয়া পরিচালনা করেন তেকাটিয়া দিয়াপাড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মো. আবুল হাসান। সব শেষে কুইজ প্রতিযোগিতাসহ অন্যান্য ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।