বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক র্যালি অনুষ্ঠিত হয়। পরে কলেজটির স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা দেশের সব নিবেদিতপ্রাণ শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাক্ষেত্রে সব ধরনের পরিবর্তন শুধুমাত্র শিক্ষকদের দিয়ে শুরু হয়, অর্থাৎ শিক্ষকদের পরিবর্তন হলে শিক্ষার্থীর পরিবর্তন হবে।
কলেজটির অধ্যক্ষ বটু গোপাল দাস বলেন, শিক্ষকতা একটি মহান ব্রত। একটি উৎকৃষ্ট সমাজ বিনির্মাণে উৎকৃষ্ট শিক্ষকের বিকল্প নেই। আর একজন উৎকৃষ্ট মানুষই হতে পারেন একজন উৎকৃষ্ট শিক্ষক। শিক্ষকের দায়িত্বও অনেক। একজন শিক্ষককে মনেপ্রাণে শিক্ষক হতে হবে, তাহলেই শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফকিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা দীপঙ্কর মণ্ডল, সহকারী অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, মোসা. আতাউন্নেসাসহ কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।