শোক দিবসের সভায় উপস্থিত না থাকায় শিক্ষককে শোকজ - দৈনিকশিক্ষা

শোক দিবসের সভায় উপস্থিত না থাকায় শিক্ষককে শোকজ

ঝালকাঠি প্রতিনিধি |

ঝালকাঠির রাজাপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে না থাকায় সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে শোকজ করা হয়েছে। ২০ আগস্ট তাকে শোকজ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে ৭ দিনের মধ্যে শোকজের  জবাব দিতে বলা হয়েছে। 

জানা যায়, সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান জাতীয় শোক দিবসের সভা ও দোয়া অনুষ্ঠানে অংশ নেননি। ফলে স্কুলের দোয়ার অনুষ্ঠান ঠিকঠাকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এ কারণে শিক্ষককে শোকজ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান বলেন, ‘ওই দিন সকালে পিরোজপুরে গিয়েছিলাম। তাছাড়া মোবাইল হারিয়ে যাওয়ায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অসুস্থ ছিলাম। তাই চিকিৎসের কাছে যেতে হয়েছিল। ফলে অনুষ্ঠানে যেতে পারিনি। বিষয়টি প্রধান শিক্ষককে জানাতে ফোনে কল করেছিলাম। কিন্তু ফোন ধরেন তার স্বামী।’

প্রধান শিক্ষক রিনা বেগম জানান, জাতির পিতার শোক সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি অংশ নেননি। এ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। পেটে ব্যথা ও ডায়রিয়া হওয়ায় স্কুলে আসতে পারেননি বলে শোকজের জবাব দিয়েছেন। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0064170360565186