দৈনিক শিক্ষাডটকম, ঠাকুরগাঁও : প্রতি বছর ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। বিভিন্ন ধরনের সহপাঠ কার্যক্রম প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ ক্যাটাগরিতে নির্বাচন করা হয় শিক্ষক-শিক্ষার্থীকে। ২০২২ খ্রিষ্টাব্দে ৮০ জন শিক্ষক-শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেন। তবে এক বছর পার হলেও তাদের কেউ-ই পুরস্কার পাননি। এরই মধ্যে ২০২৩ খ্রিষ্টাব্দের জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার দেয়া হয়েছে।
খামখেয়ালির কারণে পুরস্কার দিতে দেরি হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা। শিক্ষার্থীরা জানান, সেরা হওয়ার মাঝে আনন্দ থাকলেও পুরস্কার না পাওয়া হতাশাজনক।
জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্যমতে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এর সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন ৫৫ শিক্ষার্থী। আর শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেণী শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট, গার্লস গাইড, রোভার ও বিএনসিসি বিষয়ে নির্বাচিত হয়েছেন ২৫ জন। দুটি মিলিয়ে ৮০ জন প্রথম স্থান অধিকারীর জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল প্রায় ১ লাখ ৪২ হাজার টাকা।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক দৌলতউজ্জামান বলেন, ‘আমাদের খামখেয়ালির কারণে দেরি হয়েছে। আমরা ২০২৩ খ্রিষ্টাব্দের জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে ২০২২ খ্রিষ্টাব্দের পুরস্কার দেয়া হবে।’
এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনা করে নির্বাচিতদের পুরস্কার দেয়ার ব্যবস্থা নেয়া হবে।’