সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তি পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, সশস্ত্র বাহিনী, প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উপবৃত্তি পেতে শিক্ষার্থীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে এ আবেদন শুরু হয়েছে। আগামী ৩০ মার্চ রাত ১২ টা পর্যন্ত এ উপবৃত্তি পেতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন জানিয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপবৃত্তির তালিকায় (সংযুক্ত) আছে সে সকল শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের ভেতরে বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েব সাইটে (https://studentscholarship.du.ac.bd/) গিয়ে অনলাইনে উপবৃত্তির আবেদন করতে হবে, অন্যথায় আবেদন বিবেচনা করা হবে না। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো দায়ভার গ্রহণ করবে না।
শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত অনুসরণ করতে বলা হয়েছে। এগুলো হলো, অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে অবশ্যই শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে, শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম একই হতে হবে, অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে, শিক্ষার্থীর সর্বশেষ পরীক্ষার নাম ও সাল, রেজিস্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সিঠিকভাবে পূরণ করতে হবে, ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে, ব্যাংক হিসাবটি বর্তমানে সচল থাকতে হবে এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর দেয়া যাবে না। উপবৃত্তির আবেদনের ক্ষেত্রে সাইনআপ করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ বা ইনস্টিটিউট থেকে পাওয়া ই-মেইল ঠিকানা অবশ্যই ব্যবহার করতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।