সচিবালয়ের সামনে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো বঞ্চিতরা। তারা বলছেন, তাদের পুনর্বাসনের প্রয়োজন নেই, শুধু চিকিৎসা সহায়তা দিলেই যথেষ্ট। শিক্ষার্থীদের নেতৃত্ব দেন ঢাকা আলিয়া মাদরাসার ছাত্র সাইফুদ্দিন মোহাম্মদ।
বৃহস্পতিবার দুপুরে আহত ছাত্ররা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় ছাত্ররা জানান, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন আহতদের চিকিৎসাভার নেবেন। কিন্তু আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। সব থেকে বড় আফসোসের বিষয় যাদের পেছনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি সে সব কথিত সমন্বয়করা আমাদের কোনো ধরনের খোঁজ-খবর নেয়নি।
আজ আমরা উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই সচিবালয়ের সামনে এসে দাঁড়িয়েছি, আমরা গণমাধ্যমের সঙ্গে কথা বলছি, হঠাৎ সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তারা আমাদেরকে এখান থেকে চলে যেতে বলেন। তারা বলেন, সচিবালয়ের সামনে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা বাধ্য হয়ে এখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার উদ্দেশে তার বাসভবনের দিকে রওনা হবো।