নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গ্রেফতার ২৬ শিক্ষার্থীকে ঢাকা শিক্ষা বোর্ড ভাঙচুরের দায়ে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩ নভেম্বর) চকবাজার থানার মামলায় এ আদেশ দেয়া হয়।
এর আগে, শাহবাগ থানার মামলায় কারাগারে ছিলেন এই ২৬ শিক্ষার্থী। গত ২০ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডে ঢুকে ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের বিষয়ে চকবাজার থানায় মামলা করা হয়। আজ সেই মামলায় ২৬ জনকে গ্রেফতারের আবেদন করলে তা মঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।
এ বিষয়ে আইনজীবীরা বলছেন, ২৬ জন এইচএসসি শিক্ষার্থীকে জামিন না দিয়ে নতুন মামলায় গ্রেফতার দেখানো অমানবিক।