বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, প্রত্যেকের মানুষের আলাদা আলাদা স্বার্থ আছে। কিন্তু সেই ব্যক্তিস্বার্থ দেশের জন্য, সবার জন্য ছড়িয়ে দিতে পারলে দেশের মঙ্গল হবে। একজন সঠিক শিক্ষায় শিক্ষিত মানুষ ব্যক্তিস্বার্থকে জনস্বার্থে বিলিয়ে দিতে পারেন।
বুধবার বেলা সাড়ে ১১ টায় কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ দিনব্যাপী পঞ্চম পণ্ডিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। চিলমারী এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলা চলবে পাঁচ দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সফি খান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলী, চিলমারি প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু।
পাঁচ দিনের পণ্ডিত বইমেলায় বিভিন্ন প্রকাশনী, বেসরকারি উদ্যোগে তৈরি পাঠাগার ও বিভিন্ন সামাজিক সংগঠনকে ২০টি স্টল বসেছে।