যশোরের চুড়ামনকাটিতে সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে যশোরের চুড়ামনকাটিতে ট্রাক এবং ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
নিহত বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম ফারজানা সুমি। তিনি বিশ্ববিদ্যালয়ে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। ফারজানা সুমির গ্রামের বাড়ি নড়াইল। আহত হওয়া শিক্ষার্থীর নাম মোতাসিম বিল্লা। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান বলেন, ‘চুড়ামনকাটিতে ইটভাটার কাছাকাছি একটি ট্রাক, ভ্যানের উপর তুলে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ফারজানা সুমি নিহত হয়েছে এবং পিইএসএসের চতুর্থ বর্ষের মোতাসিম বিল্লা নামের এক শিক্ষার্থীর পা ভেঙেছে।
আহত শিক্ষার্থীকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’