সবচেয়ে বড় কামানের বিপদ! - দৈনিকশিক্ষা

সবচেয়ে বড় কামানের বিপদ!

আমাদের বার্তা ডেস্ক |

এক অস্ত্রেই একদা ‘চিরশত্রু’ ফ্রান্সকে ঘায়েল করেছিল অ্যাডলফ হিটলারের জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একাধিক অত্যাধুনিক অস্ত্রের ভিড়ে একমাত্র এই অস্ত্রটিকেই ‘সুপার উইপন’ বলে দাবি করেছিলেন সমর বিশেষজ্ঞদের একাংশ।

পরমাণু বোমা নয়, কথা হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে বড়’ কামান গুস্তাভকে নিয়ে। ১৯৩৬ খ্রিষ্টাব্দে এটি তৈরি করেছিল জার্মান সংস্থা ‘ক্রুপ’। কিন্তু জার্মান সেনাবাহিনীতে এটি অন্তর্ভুক্ত হয়েছিল কয়েক বছর পরে, ১৯৪০ খ্রিষ্টাব্দে।

কামানটি চওড়ায় ৭ দশমিক ১ মিটার এবং দৈর্ঘ্যে ৪৭ দশমকি ৩ মিটার। এটির ওজন ছিল ১৩৫০ টন। কেবল কামানের নলটিরই মাপ ছিল ১০০ ফুট! প্রয়োজনে ৪৬ কিমির বেশি দূরের লক্ষ্যবস্তুতে সাত টনের গোলা ছুড়তে পারত গুস্তাভ।

জার্মানির আগ্রাসন আটকাতে প্রথম বিশ্বযুদ্ধের আগে, ১৯২৯ খ্রিষ্টাব্দে ‘ম্যাগিনট লাইন’ নামের সুদীর্ঘ দুর্গ তৈরি করেছিল ফ্রান্স। ৪৫০ কিমি দীর্ঘ এই দুর্গ একেবারে ইংলিশ চ্যানেল থেকে বিস্তৃত ছিল জার্মানির সীমান্ত পর্যন্ত। দুর্গটি তৈরি করতে সাড়ে পাঁচ কোটি টন ইস্পাত ব্যবহার করেছিল ফরাসিরা। ফ্রান্স এই দুর্গকে দুর্ভেদ্য মনে করলেও গুস্তাভ দিয়ে সেটিকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছিল জার্মানি।

১৯৩৯ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর হিটলার যখন ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছেন, তখন ‘ম্যাগিনট লাইন’ সম্পর্কে সম্যক ওয়াকিবহাল ছিলেন তিনি। তাই নাৎসি নেতৃত্বকে তিনি নির্দেশ দিয়েছিলেন, এমন অস্ত্র বানাতে হবে যা গুঁড়িয়ে দেবে ফরাসি দুর্গকে।

প্রস্তুতি সেরে রেখেছিল ফ্রান্সও। ‘ম্যাগিনট লাইন’-এর ওপারে প্রায় ৫ হাজার বাঙ্কার, সেনা ব্যারাক, এমনকি সেনাদের চলাচলের জন্য ভূগর্ভস্থ রেলপথও বানিয়ে ফেলেছিল ফরাসিরা।

কেবল গুস্তাভ কামানের সৌজন্যে ফ্রান্সের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল জার্মানি। তবে কেবল ফ্রান্সের বিরুদ্ধেই নয়, এই সমরাস্ত্র চমৎকারিত্ব দেখিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধেও।

সোভিয়েতের গুরুত্বপূর্ণ শহর (অধুনা ইউক্রেনে অবস্থিত) সেবাস্তোপোল শহরে ১৯৪২ খ্রিষ্টাব্দে একটানা ৪৭ বার গোলা ছুড়েছিল কামানটি। অত্যধিক গরম হয়ে যাওয়ার কারণে শেষে কামানের নলটিই ছিটকে বেরিয়ে যায়। বদলে ফেলতে হয় সেটিকে।
সেই সময় সোভিয়েতের বিরুদ্ধে ‘অপারেশন বারবারোসা’ শুরু করেছেন হিটলার। নাৎসি নেতা সোভিয়েতের বিরুদ্ধে প্রাথমিকভাবে যেটুকু সাফল্য পেয়েছিলেন, তা এই গুস্তাভের জন্যই। 

অবশ্য সমস্যাও ছিল অনেক। কামানটির ছিলো লোহার চাকা। লোহা দিয়ে নির্মিত রেললাইনের উপর দিয়েই কেবল চলতে পারত কামানটি।

কামানটির বিশাল দৈর্ঘ্য এবং ওজনও জার্মান সেনাকে বিপাকে ফেলেছিল। শত্রুপক্ষের নজর এড়িয়ে কামানটিকে লুকিয়ে রাখা যেতো না।

কামানটি চালনা করার খরচ তো বিপুল ছিলই, কেবল সেটিকে সচল রাখার জন্যই কমপক্ষে ২ হাজার জনকে প্রয়োজন হত। যুদ্ধক্ষেত্রে এতো বিপুল সংখ্যক লোকবলের জোগান অনেক সময়ই দিতে পারেনি জার্মান সেনা।

জার্মান সেনার একটি সূত্র মারফত সে সময় জানা গিয়েছিল, কামানটির প্রতি অন্ধবিশ্বাস ছিল হিটলারের। এই কামানে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল ‘ডোরা’ নামের বিশেষ গোলা।

ওই সূত্র মারফত জানা যায়, ‘ডোরা’ প্রস্তুত করতে জার্মান সেনা এতো সময় খরচ করেছিল যে, স্তালিনগ্রাদে জার্মান সেনাকে ঘিরে ধরার সুযোগ এবং সময় পেয়ে গিয়েছিল সোভিয়েত সেনা। প্রত্যাঘাতের কোনো সুযোগই পায়নি হিটলারের বাহিনী। সূত্র: আনন্দবাজার 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0047268867492676