দৈনিক শিক্ষাডটকম, ইয়াসমিন আরা ইতি: বেগম রূপবান জুনিয়র স্কুলে এসএসসি পরীক্ষায় ১১ জনের সবাই ফেল করেছেন। তারা প্রত্যেকে একটা বিষয় করে ফেল করেছেন। গণিতে ফেল করেছেন ছয় জন এবং ইংরেজিতে পাঁচজন। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনস্ত এই স্কুলটি মানিকগঞ্জের ঘিওর উপজেলার। অনুসন্ধানে জানা গেছে, এবারই প্রথম স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছে।
স্কুলটির প্রধান শিক্ষক ফরিদুল হক দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য জানান। তাদের স্কুলে মোট ১৩০ জন শিক্ষার্থী রয়েছে বলেও দাবি করেন তিনি। তার মধ্যে এসএসসি পরীক্ষায় এবার অংশগ্রহণ করেছেন ১১ জন। প্রধান শিক্ষক আরো জানান, এবছর প্রথম তারা এসএসসি দিয়েছে তাই তারা বুঝতে পারেননি এবং পরীক্ষার্থীরাও বুঝতে পারেননি, তাই ফল খারাপ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।