সব প্রাইমারি স্কুলে শহীদ দিবস পালন যেভাবে - দৈনিকশিক্ষা

সব প্রাইমারি স্কুলে শহীদ দিবস পালন যেভাবে

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। শহীদ দিবস পালন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করতে হবে। এদিন সব স্কুলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। আর জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিশুদের নিয়ো আলোচনা সভা, ছড়া পাঠ, কবিতা পাঠ, হাতের লেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে স্কুলগুলোকে। স্থানীয় প্রশাসনের কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে বলা হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের। দিবসটি পালনে প্রতিটি স্কুল স্লিপ বরাদ্দের টাকা থেকে তিন হাজার টাকা ব্যয় করতে পারবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এসব নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল রোববার অধিদপ্তর থেকে এ নির্দেশনা সব উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের পাঠানো হয়েছে। 

জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। 

অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, একুশে ফেব্রুয়ারি সব শিক্ষা প্রতিষ্ঠান ও সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে।

যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন করে দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রতিটি বিদ্যালয় স্লিপের বরাদ্দকৃত টাকা থেকে অনধিক তিন হাজার টাকা ব্যয় করতে পারবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা জেলা তথ্য অফিস থেকে প্রয়োজনীয় সংখ্যক পোস্টার গ্রহণ, বিতরণ ও সাঁটানো নিশ্চিত করবেন। 

আদেশে আরও বলা হয়েছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিশুদের নিয়ে আলোচনা সভাসহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ, নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করতে হবে। স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের গ্রহণ করা সব কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.005774974822998