সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সব শিক্ষকের সংযুক্তির আদেশ বাতিল করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়নে ও শিক্ষক শিক্ষার্থীরা ভারসাম্যহীনতা কমাতে তিন পার্বত্য জেলা ছাড়া অন্যান্য জেলার শিক্ষকদের সংযুক্তির আদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার গণশিক্ষা মন্ত্রণালয় আদেশটি প্রকাশ করে।
আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতের ভারসাম্যহীনতা হ্রাস, বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রয়োজনীয়তার নিরিখে নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের পদায়নের স্বার্থে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর (৩ পার্বত্য জেলা ব্যতীত) সব ধরণের শিক্ষকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।
গত ৮ ডিসেম্বর উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত আদেশে সংযুক্ত থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৫ ডিসেম্বরের মধ্যে মূল কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। একইসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের সংযুক্ত শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ২০ ডিসেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।