আজ ৭ জুন (বুধবার) ঐতিহাসিক ছয় দফা দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে দেশের সব স্কুল-কলেজকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। দিবসটি পালনে এদিন বা সুবিধাজনক দিনে শিক্ষার্থীদের নিয়ে দিবসটির সঙ্গে সঙ্গতিপূর্ণ লেখা, চিত্রকর্ম, কবিতা শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করতে হবে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজকে। এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ঐতিহাসিক ছয় দফা দিবসে (বুধবার) আদেশটি প্রকাশ করা হয়।
৬ জুন অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস পালনে সব শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব কর্মসূটি প্রণয়ন করে শিক্ষার্থীদের নিয়ে দিবসে বা সুবিধাজনক দিনে দিবসটির সঙ্গে সঙ্গতিপূর্ণ লেখা, চিত্রকর্ম, কবিতা ইত্যাদি শেখ রাসেল দেয়ালিকায় উপস্থান করবে।
আদেশে ঐতিহাসিক ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে এ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের পাঠিয়েছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।