দৈনিকশিক্ষাডটকম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফিরোজ হোসেন ও প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিয়োগ নির্বাচনী বোর্ড বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে গত ২৭ ডিসেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন সঞ্জয় সরকার, মাহবুব মোরশেদ ও খাইরুল ইসলাম নামের ম্যানেজিং কমিটির তিনজন সদস্য।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাগরপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ৫টি পদের নিয়োগ বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পুর্ণ করছেন বিদ্যালয়ের সভাপতি, উপজেলার মিঠাপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন এবং স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক। তাদের যোগসাজশে বিপুল অর্থের বিনিময়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যদের কোনো প্রকার অবগত না করে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, নৈশপ্রহরী, পরিচ্ছন্ন কর্মী, আয়া পদে এক জন করে পাঁচ জনকে অবৈধভাবে টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং যে কোনো সময় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে উল্লেখ করে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে কমিটির সদস্য অভিযোগকারী সঞ্জয় সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন, সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ দিবে বলে ৫ পদের জন্য ৮ জনের কাছ থেকে নিয়ে বিদ্যালয়ের উন্নয়নের নামে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে এ জন্য আমরা লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এনামুল হক দৈনিক আমাদের বার্তাকে বলেন, আমাদের বিরুদ্ধে কে অভিযোগ করেছে তা আমি জানি না। আমি কারো কাছে থেকে কোনো টাকা নেইনি। তবে নিয়োগ বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পর্ণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিদ্যালয়ের সভাপতি ফিরোজ হোসেন দৈনিক আমাদের বার্তাকে বলেন, নিয়ম মেনে ৫ পদের জন্য ৩১ ডিসেম্বর নিয়োগের কথা আছে তবে কমিটির তিন সদস্য নিয়োগ বন্ধের জন্য লিখিত অভিযোগ করায় নিয়োগ আপাতত হয়তো আমরা স্থগিত রাখবো।
বদলগাছি উপজেলা নির্বাহি অফিসার দীপ্তি কনা মন্ডল দৈনিক আমাদের বার্তাকে বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি টাকা পয়সা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।