সমাজবিরোধী কাজের জন্য নয়, একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে ডিজিটাল কনটেন্ট ব্যবহার করা আবশ্যক বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
তিনি বলেন, সমাজের মঙ্গলের জন্য, সৃজনশীল কাজের জন্য, বিজ্ঞানমুখী, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য, সর্বোপরি গবেষণা ও নতুন নতুন প্রশ্ন অনুসন্ধানের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরি করা জরুরি। মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য বা ধ্বংসাত্মক কাজের জন্য এসব ব্যবহার করা উচিত নয়।
গত শনিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজের (ইএসসিবি) মূল ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাস্তবায়নাধীন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আয়োজিত কলেজ শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ৭ম, ৮ম ও ৯ম ব্যাচের অ্যাডভ্যান্সড আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।
শিক্ষার্থীদের গবেষণাধর্মী পড়াশোনায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, আমাদের ভালো রিসার্স আর্টিকেল পড়তে হবে। আমরা স্যোশাল মিডিয়া ও ই-মেইলে অনেক কিছু শেয়ার করি। গুরুত্ব দেয়া উচিত ভালো রিসার্স ও কনটেন্টকে। শিক্ষার্থীদের ই-মেইল আইডি দিয়েছি। আমাদের যে নেটওয়ার্ক আছে সেখান থেকে বা বিশ্বখ্যাত জার্নাল থেকে আমরা ভালো আর্টিকেল একে অপরকে শেয়ার করতে পারি।
অনেক কনটেন্ট শেয়ার করা যায়-মিথ্যা কনটেন্ট, মানুষকে বিপর্যস্ত করার কনটেন্ট, মানুষকে অস্থির করার কনটেন্ট। এসব শেয়ার করা সহজ কারণ এটিতে মানুষকে উসকানি দেয়া যায়। কিন্তু আমাদের তো কাজ সেটা নয়। আমরা বিশ্বব্যবস্থার কথা বলি-তারা এতো উন্নত কেনো? কারণ, ওরা আর্টিকেল শেয়ার করে, বই শেয়ার করে, ওরা অযাচিত কনটেন্ট শেয়ার করে না। ওরা আগুন দেয় না।
তরুণদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে। আমাদেরকে বসে থাকলে চলবে না। তোমরা অগ্রসর পৃথিবীতে নেতৃত্ব দেবে। ফলে কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি। সস্তা জিনিস শেয়ার করে দেশকে দূরবস্থায় ফেলে কার লাভ করে দিচ্ছি?
শিক্ষকদের উদ্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণের বাইরে আমরা প্রতিটি কলেজের দুইজন শিক্ষককে আইসিটি এবং দুইজনকে প্যাডাগোজি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। এর মধ্য দিয়ে একটি কলেজে চারজন শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন। আপনারা প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ইন-হাউস প্রশিক্ষণ আয়োজন করুন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সিইডিপির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (ডিপিডি) আবদুর রহমানের সভাপতিত্বে তিনটি ব্যাচের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের ১২০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।