কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করার সময় স্রোতের টানে ভেসে গিয়ে আকরামুল ইসলাম সাজিদ (১৬) ও আরিফ ইসলাম (১৬) নামের দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের মোটেল শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
আকরামুল ইসলাম সাজিদ শহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে ও আরিফ ইসলাম একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। তারা কক্সবাজার শহরের পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা প্রশাসনের সৈকত কর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, বিকেলে সাজিদ ও আরিফসহ সাত-আটজন বন্ধু সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে সাগরে গোসল করার সময় আকস্মিক ঢেউয়ের তোড়ে ডুবে যায় সাজিদ ও আরিফ। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর লাইফগার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় সাজিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৮টার দিকে একই পয়েন্ট থেকে আরিফের লাশও উদ্ধার করা হয়।
এদিকে গত মঙ্গলবার দুপুরে সিগাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় ফটোগ্রাফার মোহাম্মদ সাগর (১৭)। গত বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গত সাত মাসে শহরের সমুদ্রসৈকতের লাবণী, সিগাল, কলাতলি ও সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে একজন নিখোঁজ হয় ও ছয়জন মারা যায়।