শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সরকারিকরণ, শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পেনশন চালুসহ মোট সাত দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)। মানববন্ধনে শিক্ষকরা মোট সাত দফা দাবি জানিয়েছেন।
সংগঠনের সভাপতি এ এম আউয়াল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বিলকিস জামানের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
শিক্ষকদের দাবিগুলো হলো, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা দেয়া, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেলের সমান নির্ধারণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকে অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা দেয়ার পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালু করা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল ও প্রভাষকদের পদোন্নতি দিয়ে ‘জ্যেষ্ঠ প্রভাষক’ করার পরিবর্তে আগের ‘সহকারী অধ্যাপক’ পদ বহাল রাখা, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষদের দু'টি উচ্চতর গ্রেড দেয়া এবং বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সব পদের নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে দেয়ার ব্যবস্থা করা।
মানববন্ধনে সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী এ দাবিগুলো অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিলকিস জামান, শিক্ষক নেতা অধ্যক্ষ সমরেন্দ্রনাথ রায় সময়, অধ্যাপক মো. ফজলুল হক খান, মো. শাহে আলম, অধ্যক্ষ নাসরিন বেগম, মো. মামুন আর রশিদ, অধ্যাপক মধুসুদন বাগচীসহ অনেকে।
মানববন্ধনে আরো অংশ নেন মো. শফিকুল আলম, অধ্যাপক বিপ্লব কুমার সেন, এস এম. শহীদুল ইসলাম তালুকদার, অধ্যাপক এ কে এম সায়েদ হোসেন ফারুক, শামীম আরা ইয়াসমিন, মো. শহিদুল ইসলাম তালুকদার, মো. আতিকুর রহমান মিয়া, জাহাঙ্গীর হোসেন, আকলিমা খন্দকার, আহাম্মদ আলী, মো. দেলোয়ার হোসেন খান, খোদেজা আক্তার রিনা, মো. বজলুর রহমানসহ অনেকে।