পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালোবাসা দিবসের ফুল নিয়ে প্রশ্ন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। গত ১৫ ফেব্রুয়ারি ইন্দুরকানী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা ছিলো। ওই পরীক্ষার প্রশ্নের ২৫ নম্বর ক্রমিকের নৈর্বত্তিক প্রশ্ন ছিলো, বিশ্ব ভালোবাসা দিবসে নিচের কোন ফুলটির চাহিদা বেশি? প্রশ্নটি সামজিক মাধ্যমে ছড়িয়ে পরার পর এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
প্রশ্নটি শেয়ার করে শেখ প্রিন্স নামে একজন মন্তব্য করেছেন, এটাই হলো সৃজনশীল এর পার্শ্বপ্রতিক্রিয়া।
হাওলাদার মোহিন নামে একজন মন্তব্য করেছেন, শিক্ষা আজকের কোন দিকে ধাবিত হচ্ছে।
শহীদ হোসেন নামে একজন বলছেন, যেখানে স্যারের চরিত্র নড়বড়ে সেখানে এরকম প্রশ্ন করা অস্বাভাবিক কিছুই নয়।
জানতে চাইলে ইন্দুরকানী সরকারি কলেজের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক বিকাশ মন্ডল দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিশ্ব ভালোবাসা দিবস আন্তর্জাতিক স্বীকৃত একটি দিবস। এটা নিয়ে প্রশ্ন করা দোষের কিছু নেই।
কলেজের অধ্যক্ষ সঞ্জীত কুমার সাহা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি প্রশ্নটি দেখিনি, তবে এ বিষয়ে শুনেছি। সোমবার কলেজে এসে প্রশ্ন দেখবো। তবে দিবসটি স্বীকৃত একটি দিবস, তাই দোষের কিছু দেখছি না।