দেশের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাটাতে নির্দেশনা দেয়া হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
বৃহস্পতিবার অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য চাওয়া হয়েছে। আদেশটি আঞ্চলিক পরিচালকদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়, বিভিন্ন সরকারি কলেজ, আলিয়া মাদরাসা, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের শূন্যপদের তথ্য ৩১ অক্টোবরের মধ্যে ইমেইলে ([email protected]) পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উপাধ্যক্ষ পদটি সহযোগী অধ্যাপক পদমর্যাদার হলে সেটি তথ্য ছকে উল্লেখ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।