সারা দেশের সরকারি কলেজে কর্মরত বিষয়ভিত্তিক প্রদর্শকদের পদোন্নতির খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকাশিত তালিকায় কোনো সংশোধন অথবা ব্যাখ্যা বা রেকর্ড সরবরাহের প্রয়োজন হলে তা তালিকা প্রকাশের তারিখ থেকে সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অধিদপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
তালিকাটি মাউশির ওয়েবসাইটে (dshe.gov.bd) পাওয়া যাবে। পদোন্নতি পেয়ে তারা সবাই সরকারি কলেজের প্রভাষক হবেন। প্রদর্শক পদটি তৃতীয় শ্রেণির।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-অধিদপ্তরাধীন বিভিন্ন দপ্তর-শিক্ষাপ্রতিষ্ঠানে রাজস্বখাতে কর্মরত প্রদর্শকদের পদোন্নতির জন্য প্রাপ্ত আবেদনগুলো বিষয়ভিত্তিক খসড়া তালিকা প্রণয়ন করে ওয়েবসাইট www.dshe.gov.bd-এ প্রকাশ করা হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেকের নামের পাশে বর্ণিত তথ্যাদি যথাযথভাবে অন্তর্ভুক্তি করা হয়েছে কিনা বা যথাসময়ে আবেদন পাঠিয়েও (প্রমাণসহ) কারো নাম বাদ পড়েছে কিনা তা যাচাই করে কোনো প্রকার অসঙ্গতি-ভুল তথ্য অন্তর্ভুক্ত করা হলে তা সংশোধনের জন্য এবং মন্তব্য কলামে যেসব প্রদর্শকের সুনির্দিষ্ট আপত্তি উল্লেখ করা হয়েছে তা নিষ্পত্তির জন্য তালিকা প্রকাশের তারিখ থেকে সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র-তথ্য প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে লিখিতভাবে এ অধিদপ্তরের পাঠানোর জন্য বলা হলো।
প্রদর্শকদের পদোন্নতির খসড়া জ্যেষ্ঠতার তালিকা দেখুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।