সরকারি স্কুল-কলেজের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকরা বাড়তি আর্থিক সুবিধা থেকে যেনো বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখার তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন।
সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি স্কুল-কলেজের ১৬ জন শিক্ষকের অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ শীর্ষক একাডেমিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১৬ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে এই একাডেমিক সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সাজ্জাদ হোসেন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। আর গবেষণা ও উদ্ভাবন দরকার দেশের প্রয়োজনের নিরিখে। শিক্ষকদের অর্জিত পিএইচডি ডিগ্রি জাতির কোনো কল্যাণে আসছে কিনা সেটি দেখতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। তিনি আরো বলেন, সরকারি স্কুল-কলেজের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকরা বাড়তি আর্থিক সুবিধা থেকে যেনো বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।
সেমিনারে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আখতার হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান, আইইআর এর প্রফেসর ড. মোঃ আহসান হাবিব ও প্রফেসর ড. মোহাম্মদ মনিনুর রশিদ, বাংলা বিভাগের প্রফেসর ড. সৈয়দ আজিজুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. নূরুল আবছার, দর্শন বিভাগের প্রফেসর ড. মুনীর হোসেন তালুকদার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. কাজী আহসান হাবিব, ডেভেলপমেন্ট এন্ড পোভার্টি স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. মিল্টন বিশ্বাস সদস্য হিসেবে উপস্থিত ছিলেন। সেসিনারে ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।