আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি হলো বাগেরহাটের ফকিরহাট উপজেলার শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়।
রোববার প্রতিষ্ঠানটি সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন মুরাদ দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রতিষ্ঠানটির আগের নাম ছিলো ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়। প্রতিষ্ঠানটিকে নতুন করে নামকরণ করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। প্রতিষ্ঠানটির নতুন নাম ‘শেখ হাসিনা সরকারি কারিগরি মহাবিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট’। একইসঙ্গে প্রতিষ্ঠানটি গত ১৩ মার্চ থেকে সরকারি ঘোষণা করা হয়েছে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।