দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে গরিবদের শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণের কাজ চলছে। জনপ্রতিনিধিরাও নিজ নিজ আসনের দুস্থ মানুষকে উপহারসামগ্রী দিচ্ছেন বলে জানা গেছে।
ঈদের দিন হোস্টেল ও ডে কেয়ার সেন্টারে উন্নতমানের খাবার দেওয়া হবে বলে জানিয়েছে মহিলা অধিদপ্তর। এ ছাড়া এবার সরকারের বিভিন্ন নিয়মিত ভাতা ঈদের আগে গরিব মানুষকে দেওয়ার চেষ্টা করছে সমাজসেবা অধিদপ্তর।
প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে যা দেওয়া হচ্ছে দেশের ৩০০ সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে এবারও গরিব মানুষের জন্য সাত ধরনের উপকরণ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, লুঙ্গি ও বিভিন্ন ধরনের পোশাক। বিতরণের জন্য গত মাসে এসব উপকরণ সংসদ সদস্যদের দেওয়া হয়েছে। তাঁরা এখন নিজ নিজ এলাকায় দুস্থ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করছেন।
প্রতিবছরের মতো এবারের পবিত্র ঈদুল ফিতরে দুস্থদের জন্য ১ লাখ টন চাল বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিটি ইউনিয়নে গরিব মানুষের তালিকা করা আছে। সেই তালিকা ধরে প্রতিটি পরিবারকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আবু সালেহ্ মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ঈদের আগে নিয়মিত ভাতা (বিধবা ভাতা, শিক্ষা ভাতা) দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।