সহকারী জজ নিয়োগের লক্ষ্যে নেয়া পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০৩ প্রার্থীর রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ১০০ জনকে সুপারিশ করার কথা থাকলেও ১০০তম প্রার্থীর সমান নম্বর আরও ৩ জন পেয়ে যাওয়ায় মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।
পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস-এর লিখিত পরীক্ষা গত বছরের ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।