উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ির মতো জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা ডুবে আছে পানির নিচে।
বানভাসীদের যে যার মতো সাহায্য করছেন। গেল কয়েকদিন তুমুল গতিতে ত্রাণ সংগ্রহ ও তা পৌঁছানোর কাজ করে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের হিসেবে, শুধু গতকালই (শুক্রবার) নগদ টাকা উঠেছে এক কোটি ৪২ লাখ টাকার বেশি।
শনিবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলনে ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানিয়েছেন, অনেকে সহায়তা করছেন। এরমাঝে কিছু অসাধু চক্র প্রতারণাতেও নেমেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পোস্ট হুবহু কপি করে শুধু ফোন নম্বরটি পরিবর্তন করে দেয়া হচ্ছে। এভাবে প্রতারণা করছেন অনেকে। সহায়তার টাকা মেরে দিচ্ছেন।
তাই যারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাদের সচেতন হবার আহ্বান জানান সমন্বয়করা। বলেন, প্রতারক হতে সাবধান হতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সহায়তা দিতে চাইলে শুধুমাত্র ০১৮৮৬৯৬৯৮৫৯ নম্বরে বিকাশ করার অনুরোধ জানানো হয়।
ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা বলেন, অনেকে ওষুধ পাঠাচ্ছেন। যা এ অবস্থায় অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু কেউ কেউ অ্যান্টিবায়োটিক পাঠিয়ে দিচ্ছেন। যা স্বেচ্ছাসেবকরা কোনোভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া দিতে পারেন না। তাই অ্যান্টিবায়োটিক না পাঠিয়ে সাধারণ সর্দি-কাশি-জ্বরের ওষুধ পাঠানোর আহ্বান জানান তারা।
স্বেচ্ছাসেবকদের সাথে বৈষম্যবিরোধী আন্দোলন চিকিৎসক পাঠাচ্ছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।