প্রবীন সাংবাদিক এবং আলোকচিত্রী মোহাম্মদ জহিরুল হক এবং তার স্ত্রী শামিম জহিরের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা কলেজের বিপরীতে অবস্থিত গ্লোব শপিং সেন্টারে এ মিলাদের আয়োজন করা হয়।
এ সময় বঙ্গবন্ধু ও ১৯৭৫ খ্রিষ্টাব্দে সালে নিহত সকল ব্যক্তি, জহিরুল হক ও তার স্ত্রী, আতিকুল্লাহ খান মাসুদ এবং মার্কেটের সঙ্গে জড়িত যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া করা হয়।
১৯৯৯ খ্রিষ্টাব্দে জহিরুল হক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার যাত্রা শুরু করে এই ২৪ নং মিরপুর রোডে। কিন্তু অপতৎপরতার কারণে জহিরুল হক তার মৃত্যু পূর্ববর্তী ২০১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত নিজ অধিকার বুঝে পায়নি।
পরে তিনি মারা যান। মৃত্যুর প্রায় ১০ বছর পর তার উত্তরসূরিরা ৪ জানুয়ারি মেয়র ফজলে নুর তাপস, প্রশাসন ও সকল ব্যবসায়ী ও দোকান মালিক পক্ষের সহযোগিতায় তাদের অবস্থান নিশ্চিত করেছেন।