বাইসাইকেল চালিয়ে কোচিং করতে যাচ্ছিল ঠাকুরগাঁও বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রাব্বি। পথে পেছন থেকে তাকে ধাক্কা দিল পিকআপ ভ্যান।
হাসপাতলে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ল এ কোমলমতি।
শুক্রবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও- পঞ্চগড় মহাসড়কে ভুল্লী বাজারের সড়কে প্রাণ হারাল ১৫ বছর বয়সি এ স্কুলছাত্র।
নিহত রাব্বি (১৫) ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী পাবনাপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেলযোগে কোচিং সেন্টারে যাচ্ছিল রাব্বি। ভূল্লী চৌরাস্তায় এলে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান রাব্বির সাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে যায় রাব্বি। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভুল্লী বাজারে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহতের ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।