ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। আগামী শনিবার (২৪ জুন) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাবি অধিভুক্ত কলেজের ওয়েবসাইটে (https://collegeadmission.eis.du.ac.bd/bn) ভর্তি পরীক্ষার সিট প্ল্যান সম্পর্কে জানা যাবে।
জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪ হাজার ৮৯২টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
সাতটি কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো শুধু ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবেন।
প্রসঙ্গত, এর আগে ২ এপ্রিল বেলা চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আবেদন শুরু হয়। যা চলে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইটে দেয়া সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় রয়েছে।